একের পর এক কনসার্ট বাতিল শ্রেয়ার! কঠিন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে কী জানালেন গায়িকা?

Avatar

Published on:

একের পর এক কনসার্ট বাতিল শ্রেয়ার! কঠিন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে কী জানালেন গায়িকা?

আরজি কর কান্ড নিয়ে উত্তাল দেশ। প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে পথে নেমেছে আপামর জনতা। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। পথে নেমেছে হাজারও মানুষ। এরমধ্যেই পিছিয়ে গিয়েছে দুই ছবির মুক্তি। এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া ঘোষাল।

৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দুটি বাংল সিনেমার। কিন্তু পিছিয়ে গেছে সেই দুই ছবির মুক্তি। কবে মুক্তি পাবে সেই কথাও কিছু জানানো হয়নি। যা নিয়ে রীতিমতো চিন্তায় বিনোদন জগত। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ এবং শাশ্বতা চ্যাটার্জি অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’- এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।

   
 ⁠

এবার শ্রেয়া ঘোষালও তাঁর কনসার্টের দিন বাতিল করলেন। দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘অল হার্টস ট্যুর’ । ১৪ সেপ্টেম্বর থেকে এই ট্যুর হওয়ার কথা ছিল। সেই ট্যুরই বাতিল করার কথা জানিয়েছেন তিনি।

  
 ⁠

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে শ্রেয়া জানান, “কয়েক দিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলেছে। একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই ১৪ সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কবে এই শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না। তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না।” তবে অক্টোবর মাসে এই অনুষ্ঠান হতে পারে।