জীবন উলট পালট হয়ে গেল! পহেলগাওঁ কাণ্ডে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া

Published on:

জীবন উলট পালট হয়ে গেল! পহেলগাওঁ কাণ্ডে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া

কাশ্মীরের পহেলগাওঁ কান্ড নিয়ে উত্তাল দেশ। প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে পথে নেমেছে আপামর জনতা। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। পথে নেমেছে হাজারও মানুষ। এরমধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া ঘোষাল।

এবার শ্রেয়া ঘোষালও তাঁর কনসার্টের দিন বাতিল করলেন। সুরাটে কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের।২৬ এপ্রিল, শনিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। সেই শোই বাতিল করেছেন তিনি।

   
 ⁠

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে শ্রেয়া জানান, “পহেলগাঁওয়ের ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই হামলার জন্য সব হারানো পরিবারগুলির জীবন উলট-পালট হয়ে গেল। এত এই হামলা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষত।”

  
 ⁠

অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে এক বিবৃতি জারি করে।এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। প্রসঙ্গত, চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ সিং।