সৌন্দর্যে টেক্কা দিতে পারেন তাবড় তাবড় অভিনেত্রীদের! শ্রেয়া ঘোষালের কাছে এসেছিল বড় প্রস্তাব

Published on:

সৌন্দর্যে টেক্কা দিতে পারেন তাবড় তাবড় অভিনেত্রীদের! শ্রেয়া ঘোষালের কাছে এসেছিল বড় প্রস্তাব

সৌন্দর্যে তিনি টেক্কা দিতে পারেন তাবড় তাবড় অভিনেত্রীদের। সে কারণেই তার কাছে বহুবার এসেছে সিনেমার অফার। কিন্তু হেলায় ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। কথা হচ্ছে গায়িকা শ্রেয়া ঘোষালকে নিয়ে। গানের জগতে তার কৃতিত্বর কথা আর বলার অবকাশ রাখে না। কিন্তু জানেন কি অভিনয় জগতের পা দেওয়ার জন্যও তার কাছে এসেছিল বড় বড় প্রস্তাব।

সেই ছোট্ট বয়স থেকে আজ পর্যন্ত ২৩ বছর হয়ে গেল সংগীত জগতে দক্ষতার পরিচয় দিয়ে নিজের জায়গায় তৈরি করেছেন শ্রেয়া ঘোষাল। এখনো ধরে রেখেছেন নিজের সেই জায়গা তার সুরেলা কন্ঠে মুগ্ধ শ্রোতারা।

   
 ⁠

শ্রেয়ার কণ্ঠের পাশাপাশি তাঁর সৌন্দর্য নিয়েও দর্শকমহলে কিছু কম চর্চা নয়। অনেকেই মনে করেন, গায়িকা একজন সফল নায়িকাও হতে পারতেন। এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, তার কাছে সিনেমার অফার এসেছিল কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দেন। যার অন্যতম কারণ অভিনয় নিয়ে আগ্রহ নেই। একসঙ্গে একাধিক কাজ তিনি করতে পারবেন না। তিনি গান নিয়েই থাকতে চান।

  
 ⁠

মাত্র ১২ বছর বয়সে ‘সারেগামাপা’-র হাত ধরে প্রথম জনপ্রিয়তা পান শ্রেয়া। এরপর আর তাকে পিছনে ফিরে দেখতে হয়নি। সাফল্য যেন তার পিছু পিছু ধাওয়া করেছে। শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল তাঁর। মাত্র ছ’বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি।