মিস করছি বেটা! মৃত্যুর আগে শ্রীদেবীর শেষ বার্তা তৃতীয় সন্তানকে, অভিনেত্রীর এই কন্যাকে চেনেন?

Avatar

Published on:

মিস করছি বেটা! মৃত্যুর আগে শ্রীদেবীর শেষ বার্তা তৃতীয় সন্তানকে, অভিনেত্রীর এই কন্যাকে চেনেন?

শ্রীদেবীর মৃত্যু আজও রহস্য। দুর্ঘটনা থেকেই তার মৃত্যু হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে আজও। তবে তার মৃত্যুর এত বছর পর অভিনেত্রীর অস্তিত্ব টের পান তাঁর পরিবার। জানা যায়, শ্রীদেবীর দুটি নয় বরং তিনটি মেয়ে। তাঁর তৃতীয় সন্তান কে জানেন?

এখন বনি কাপুর দুই মেয়েকে নিয়ে যে বাড়িতে থাকেন সেখানে থাকা হয়নি শ্রীদেবীর। আসলে অভিনেত্রীর মৃত্যুর পরেই তাঁরা এই নতুন বাড়িতে চলে আসেন। কিন্তু এখানে এসেও শ্রীদেবীর গন্ধ পান তাঁর পরিবার। প্রতি মুহূর্তে অনুভব করেন তাঁর উপস্থিতি।

   
 ⁠

জাহ্নবী কাপুর বলেন, “এই বাড়িটা আমাদের নতুন ভাবে সব কিছু শুরু করতে সাহায্য করেছে। মা কখনও এই বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় তাঁর এনার্জি এই বাড়ির প্রত্যেকটা কোণায় রয়েছে”। বনি কাপুরও একই সুরে বলেন, “আমারও মনে হয় এই বাড়ির আশেপাশেই শ্রী রয়েছে”।

  
 ⁠

শ্রীদেবীর শেষ ছবি ‘মম’।সেখানে অভিনেত্রী সজল আলিকে দেখা গিয়েছিল। শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সজল। শ্রীদেবীকে বলতে শোনা যায়, “সজল আমার তৃতীয় সন্তানের মতো। এখন আমি মনে করি, আমার আরও একটি মেয়ে আছে”।

পাল্টা সজলও তাঁকে মায়ের মতই ভালোবাসতেন। তিনি জানিয়েছিলেন, দুবাইতে ‘মাসালা অ্যাওয়ার্ড’-এ শ্রীদেবীর সঙ্গে দেখা করতে পারেননি। মৃত্যুর আগে শ্রীদেবী তাঁকে শেষ ম্যাসেজ করেছিল, তোমাকে মিস করেছি, বেটা’। শ্রীদেবীর মৃত্যুর পর সজল বলেছিলেন, “আমি এই মুহূর্তে বাকরুদ্ধ। আবার মাকে হারানোর মতো কষ্ট হচ্ছে”।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ মাত্র ৫৪ বছর বয়সেই বাস্তবে এভাবে তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি অনুরাগী থেকে কোন মহলই।