বিনোদন

প্রতারণার শিকার অভিনেত্রী! লক্ষাধিক টাকা খুঁইয়ে সাইবার সেলের দ্বারস্থ শ্রীলেখা

অনলাইনে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন সেই কথা। ভুয়ো ফোন কলের ফাঁদে পড়ে তাঁর এই অবস্থা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে অভিনেত্রী জানান, “কত টাকা খোয়া গিয়েছে, সেকথা উল্লেখ করতে চাই না। তবে লক্ষাধিক টাকার জালিয়াতির শিকার আমি। থানায় গিয়েছি। সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর পুলিশও পদক্ষেপ করেছে। বাকি এখন সবটাই সময়সাপেক্ষ”।

জানা গিয়েছে, তাঁর কাছে অচেনা নম্বর থেকে এক ফোন এসেছিল। তাঁরা তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। সেই মত তিনি ওই অ্যাপ ডাউনলোড করেন। তাঁদের নির্দেশ মত যাবতীয় তথ্য দেন। এরপরেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা।

এর জেরেই এবার তিনি জন্মদিন পালনও করেননি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, অভিনেত্রীর কন্যা ডেঙ্গু আক্রান্ত। তবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে বলেও জানান শ্রীলেখা। তবে শরীর ও মন কোনোটাই ভালো না থাকায় তিনি জন্মদিনের আগের রাতেই লেখেন, “এ বছর আমার জন্মদিন সেলিব্রেট করার মুড নেই, দয়া করে ফোন করবেন না”।

Back to top button