সব শেষ হয়নি, সব শেষ হয় না! হঠাৎ কীসের আক্ষেপ শ্রীলেখার?

Avatar

Published on:

শ্রীলেখার পুরোনো পোস্ট নিয়ে নোংরামি! আইনি পথে যাচ্ছেন অভিনেত্রী

বর্তমানে উত্তপ্ত বাংলাদেশ। জ্বলছে ওপার বাংলা। এবার এই নিয়ে এক সংবাদ মাধ্যমকে নিজের মতামত জানালেন শ্রীলেখা মিত্র। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানালেন।

শ্রীলেখা বলেন, “ছাত্র আন্দোলেনর মধ্যে কোনও অন্যায় ছিল না। তাঁদের দাবি ন্যায্য, তাই আন্দোলনও নৈতিক। এই রকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময়ই রাশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দুর্ভাগ্যক্রমে এখানেও তা-ই ঘটেছে”। সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “সব শেষ হয়নি, সব শেষ হয় না”।

   
 ⁠

তিনি ওই সাক্ষাৎকারে বলেন, “যে ছেলেটি অন্তর্বাস হাতে নিয়ে ছবি তুলছে, যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে, তারা বিচ্ছিন্ন নয়। কিন্তু তারাই সব নয়। যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন, প্রাণ দিলেন শয়ে শয়ে তাঁদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাই না। লড়াই ব্যর্থ হয়নি”।

  
 ⁠

টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।