আবেদনময়ী শ্রীময়ীর বোল্ড অদায় ফিদা ভক্তকূল! দিয়ে বসলেন আজব প্রস্তাব

থাইল্যান্ডে গিয়ে দারুন ভাবে ছুটি কাটাচ্ছেন শ্রীময়ী। তার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য পোস্ট করছেন একের পর এক বোল্ড ছবি। তার উষ্ণতম আবেদন দেখে ঘুম উড়েছে ভক্ত মহলের। তার ছবি দেখে এক ভক্ত তো প্রেমের প্রস্তাব দিয়ে বসেছেন।
খোলা চুলে নিয়ন কালারের ক্রপ টপ আর মিনি স্কার্টে আরও বোল্ড কৃষ্ণকলি খ্যাত শ্রীময়ী। কো-অর্ড দুপিস ড্রেসে রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভক্তদের।নেটিজেনদের মধ্যে কেউ লিখছেন, ‘সুন্দরী’ তো কেউ আবার মন্তব্য করেছেন, ‘ওয়ান্ডারফুল মাইন্ডব্লোয়িং গর্জাস কিউটিপাই লুকস’। তার এই ছবি দেখে অভিনেত্রীর প্রেমিক হতে চেয়েছেন এক ভক্ত।
কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় এক ছবি দিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে ক্রুশের কাজ করা বিকিনি পড়ে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। আর এই ছবি দেখেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেউ কেউ প্রশংসাও করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মনে রাখবেন যে সুখ, ভ্রমণের একটি উপায় – একটি গন্তব্য নয়।” এদিকে ছবি দেখে, নেটিজেনের একাংশ মনে প্রশ্ন তুলেছেন, তাহলে কি সঙ্গে রয়েছেন কাঞ্চন? মন্তব্য করে অনেকেই জানতে চেয়েছেন, ফটো কে তুলে দিয়েছে। আবার কেউ লিখেছেন, “কাঞ্চনদা কোথায় এক সঙ্গে দুজনে বিকিনি পরে ক্যামেরাবন্দি হলে আরও ভাল লাগতো।”
জানা গিয়েছে, অভিনেত্রী এবার গিয়েছেন থাইল্যান্ডে। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। ফুকেটের বীচ থেকে স্যুইমিং পুলের নানা মুহূর্ত তিনি শেয়ার করছেন নেটমাধ্যমে। কখনও নিয়ন সবুজ রঙা টু-পিস, আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে কালো রঙা স্যুইমওয়্যার।