অভাবের দিনেও হাসিমুখে নিয়েছিলেন সংসারের দায়িত্ব! রইল শ্রীতমার জীবনের অজানা কাহিনী

অভিনেত্রীদের বাহ্যিক জীবন দেখতে অনেকটা চাকচিক্যময় হলেও এর পেছনে থাকে অনেক অজানা কাহিনী। অনেক লড়াই লুকিয়ে থাকে আজকের এই ঝকঝকে জীবনের পেছনে। তেমনি নিজের জীবনের এক অজানা কাহিনী বললেন অভিনেত্রী শ্রীতমা মিত্র।
ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানে তার পরিবার অংশগ্রহণ করেছিল। সেখানেই নিজের জীবনের অভাবের কথা জানান অভিনেত্রী। বলেন কিভাবে এক সময় আর্থিক সংকটে দিন কেটেছে তাদের। সেই সময় তিনি হাসিমুখে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলেও জানান।
এই অনুষ্ঠানে অভিনেত্রী পুরনো কথা বলতে গিয়ে বলেন, “আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতাম পিগি ব্যাংকে। তো, বাবাকে একদিন বললাম.. “বাবা, শোনো। আমি আজকে তোমাদের মাছ খাওয়াবো। শুনেই তো বাবা না না করল। যে কেন? তুই বাচ্চা মেয়ে। জমিয়ে রেখেছিস। কিন্তু, আমি জেদ ধরেছিলাম। সবাইকে খাওয়ালাম। এই ছোট ছোট আনন্দ গুলো ভাল লাগে খুব”।
অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন টলিপাড়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদিও সে কথা স্বীকার করেননি কোন পক্ষই। তবে বেশ কিছু অনুষ্ঠানে তাদের এক সঙ্গেও দেখা যাচ্ছে। কিছুদিন আগেই একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা মিলেছে একসঙ্গে।