বিয়ের পর প্রথম জন্মদিন শ্রুতির! বিশেষ দিন কেমন ভাবে কাটালেন ‘রাঙা বউ’ সিরিয়ালের পাখি?

একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে একেবারে অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটিয়েছিলেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোনও নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। বিয়ের পর বরের জন্মদিন পালন করেছিলেন বিশেষ ভাবে। এবার ছিল তাঁর জন্মদিন। সেইদিনেরও এক বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।
বিয়ের পর প্রথম জন্মদিন। তাই একটু জাঁকজমক তো হতেই হবে। নিজের জন্মদিনের বিশেষ আদুরে ছবি এবার পোস্ট করে অনুরাগীদের সঙ্গে শ্রুতি ভাগ করে নিলেন সেই আনন্দ। এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
ছবিতে দেখা যাচ্ছে, শহরের এক দামি রেস্তরাঁয় মধ্যরাতে উদ্যাপন করা হল শ্রুতির জন্মদিন। অল্প কাজল, খোলা চুল আর কালো কো-অর্ড পোশাকে সেজেছিলেন শ্রুতি। সঙ্গে ছিলেন মা বাবা এবং স্বামী স্বর্ণেন্দু। ছিল দুটো কেকও আনানো হয়েছিল। পাশে ছিল উপহারের বাক্সও।
প্রসঙ্গত, স্বামী স্বর্ণেন্দুর জন্মদিনেও ফলতায় গঙ্গার পারে এক রিসোর্টে গিয়ে উদযাপন করেছিলেন তাঁরা। মধ্য রাত থেকে শুরু হয়েছিল সেলিব্রেশন। কেক কাটা থেকে শুরু করে আদরের চুম্বন, একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার শ্রুতি। ক্যাপশনে লেখেন ‘শুভ জন্মদিন বর’। নিজেদের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে দুদিনের ছুটি কাটালেন তাঁরা।