বিনোদন

বরের সঙ্গে প্রথম কালীপুজো শ্রুতির! কীভাবে দীপাবলি উদযাপন করলেন রাঙা বউ?

বিয়ের পর এই প্রথম কালী পুজো। তাই এবারের পুজো টা একটু বেশি স্পেশাল ছিল রাঙা বউ ওরফে শ্রুতির কাছে। প্রথম পুজোয় বরের সঙ্গে কীভাবে দীপাবলি কাটালেন? নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি।

বিয়ের পর প্রথম সব কিছুই খুব স্পেশাল হয়। সেখানে কালীপুজো তো আরো বেশি স্পেশাল। বিয়ের পর প্রথম কালীপুজোতে উপোস করেছিলেন তিনি। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারকে নিয়ে নৈহাটির ‘বড়মা’কে দর্শন করতে যান তিনি। লাল রঙের কুর্তিতে সেজেছিলেন অভিনেত্রী। স্বর্নেন্দুও পড়েছিলেন ম্যাচিং করে লাল পাঞ্জাবি।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, “প্রথম দেখায় সব ভুলে গেছি, মাকে কি বলতে,কি করতে গেছিলাম। শুধু দুচোখ ভরে দেখে এসেছি। জয় বড়মা”। তবে শুধু শ্রুতি নয়, এদিন শ্রাবন্তীও গিয়েছিলেন বড়মাকে দর্শন করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রযোজক রানা সরকার। পাশাপাশি শ্রাবন্তী নিজেও ভক্তদের ভিড়ের ছবি শেয়ার করেছেন।

এবারে দণ্ডি কাটেন প্রায় ১৫ হাজারের বেশি মানুষ। রবিবার থেকে চারদিন বন্ধ থাকবে বড়মার নবনির্মিত মন্দির।শনিবার নৈহাটিতে মায়ের চক্ষুদানের পর সন্ধ্যাতেই সোনার অলংকার পরানো হয়। এদিকে, শ্রাবন্তীর ভিডিওতে নায়িকার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। প্রযোজক রানা সরকারের মুখেও শোনা যায় বড়মার জয়ধ্বনি।

Back to top button