এই হাতটা আমায় পরিপূর্ন করেছে! রাঙানো সিঁথির ছবি দিয়ে কী প্রতিশ্রুতি রাখলেন শ্রুতি?

ফের বিয়ের সানাই বেজেছে টালিগঞ্জে। এবার বিয়ের পিঁড়িতে বসলেন রাঙা বউ শ্রুতি দাস। একপ্রকার চুপিসারেই বিয়ে সারলেন তিনি। এবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় বদলালো প্রোফাইলের ছবি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। দিলেন ছবির সঙ্গে বিশেষ ক্যাপশন।
সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি সাদা রঙের কেকের ছবি। কেকের সামনে রাখা এক তোড়া লাল গোলাপ। অন্যদিকে পরিচালক নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে লিখলেন বিবাহিত।
এরপরেই প্রোফাইলের ছবি বদলে তিনি লেখেন, “কোনও দিনই তোমার বাহ্যিক সৌন্দর্য বা বয়স বা অর্থ প্রতিপত্তি নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। বরাবর ধরার মতো একটা নরম কিন্তু, শক্ত হাত খুঁজেছি। মাথা রাখার জন্য একটা বাবার মতো বুক আর কাঁধ চেয়েছি আর সেটা আমি পেয়েছি”।
ভালোবাসা জাহির করে অভিনেত্রীর সংযোজন, “প্রোফাইল পিকচারেও তাই তোমার মুখটা আমার আদরের হলেও ঢাকা অবস্থায় দিলাম যেহেতু আমি তোমার হাতটাই ধরতে চেয়েছিলাম সারাজীবনের জন্য। যে হাত টা ছবিতে দেখা যাচ্ছে সেটা আমায় পরিপূর্ণ করেছে। এই মিথ্যার দুনিয়ায় আবারও কথা দিলাম তোমার ছিলাম, তোমার হলাম, তোমারই থাকব”
ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু অভিনেত্রীর। আর এই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্নেন্দু। সেই থেকেই আলাপ। পরিচালকই প্রথম শ্রুতিকে ভালোবাসার কথা জানান। স্বর্ণেন্দু অভিনেত্রীর থেকে ১৪ বছরের বড়। অভিনেত্রীর বয়স এখন ২৭।
জানা যায়, শ্রুতির মা প্রথম দিকে এই সম্পর্ক মেনে নেননি। মূলত বয়সের ফারাকই ছিল কারণ। বারণ করেছিলেন বয়সে বড় এমন একজনের সঙ্গে প্রেমে পড়তে। কিন্তু মায়ের কথা রাখতে পারেন নি অভিনেত্রী। ভালোবেসে ফেলেছেন বয়সে ১৪ বছরের বড় তাঁর প্রথম ধারাবাহিকের পরিচালককে।
তবে তাদের এই সম্পর্ক মেনে নিয়েছেন এখনো সকলেই। অভিনেত্রী জানিয়েছিলেন, এবছর নয়, আগামী বছর শীতে তিনি বিয়ে করতে চলেছেন। তিনি সাজতে ভালোবাসেন, তাই গরমে সাজগোজ কঠিন, তাই বিয়েটা হবে শীতেই। কিন্তু এখন নয়, আপাতত এখনও বেশকিছুটা সময় দেরি আছে। তবে সবাইকে ফাঁকি দিয়ে ভরা বর্ষাতেই চার হাত এক হল।