বিনোদন

সাধারণ ভাবে বাঁচার অন্য রকম কদর আছে! জীবনে কাকে অনুপ্রেরণা হিসেবে বেছে নিলেন শ্রুতি?

একেবারেই সাদামাটা জীবন যাপন করে থাকেন এই পরিচালক। মুড়ি খেতে খেতে শট ভাগ করা। অতি সাধারণ ভাবে চলাফেরাই যেন তার ইউএসপি। আর এতেই মুগ্ধ তার স্ত্রী। কথা হচ্ছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের। এখন স্বর্ণেন্দু-শ্রুতির দাম্পত্যের কথা সকলেই জানেন। এই জুটিই এখন বিয়ের পর জমিয়ে সংসার করছে।

নিজের বরের বেশ কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “উনি নয় নয় করে প্রায় ২০টি সিরিয়াল পরিচালনা করে ফেলেছেন। এক কথায় সফল পরিচালক। কিন্তু প্রতি দিন মুড়ি খেতে খেতে উনি যে ভাবে শট ভাগ করতে বসেন, তা সত্যিই অবাক করে আমায়। আমার ব্যক্তিগত ভাবে সব সময় মনে হয় সমাজমাধ্যমের পাতায় যাঁরা সব সময় নিজেদের বিলাসবহুল জীবন যাপনের ছবি পোস্ট করেন সেটা নিছকই দেখানো। আদৌ তাঁদের মধ্যে প্রতিভা আছে কি না তা এই জীবনযাত্রার নিরিখে বিচার করা যায় না”।

রাঙা বউয়ের কথায়, “সাধারণ ভাবে বাঁচার এক অন্য রকম কদর আছে। এই জন্যই মা-বাবা এবং স্বামী আমার জীবনের অনুপ্রেরণা। তাই জন্য আমি নিজের শিকড় আঁকড়ে থাকার চেষ্টা করি”।

একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে একেবারে অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটিয়েছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোনও নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা।

Back to top button