বিনোদন

টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই! চুপিসারে বিয়ে করলেন শ্রুতি দাস, রইল ঝলক

ফের বিয়ের সানাই টালিগঞ্জে। এবার বিয়ের পিঁড়িতে বসলেন রাঙা বউ শ্রুতি দাস। একপ্রকার চুপিসারেই বিয়ে সারলেন তিনি। ছবি প্রকাশে আসতেই হৃদয় ভাঙলো বহু ভক্তদের। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী।

সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি সাদা রঙের কেকের ছবি। কেকের সামনে রাখা এক তোড়া লাল গোলাপ। অন্যদিকে পরিচালক নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে লিখলেন বিবাহিত।

ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু অভিনেত্রীর। আর এই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্নেন্দু। সেই থেকেই আলাপ। পরিচালকই প্রথম শ্রুতিকে ভালোবাসার কথা জানান। স্বর্ণেন্দু অভিনেত্রীর থেকে ১৪ বছরের বড়। অভিনেত্রীর বয়স এখন ২৭।

টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই! চুপিসারে বিয়ে করলেন শ্রুতি দাস, রইল ঝলক
টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই! চুপিসারে বিয়ে করলেন শ্রুতি দাস, রইল ঝলক

জানা যায়, শ্রুতির মা প্রথম দিকে এই সম্পর্ক মেনে নেননি। মূলত বয়সের ফারাকই ছিল কারণ। বারণ করেছিলেন বয়সে বড় এমন একজনের সঙ্গে প্রেমে পড়তে। কিন্তু মায়ের কথা রাখতে পারেন নি অভিনেত্রী। ভালোবেসে ফেলেছেন বয়সে ১৪ বছরের বড় তাঁর প্রথম ধারাবাহিকের পরিচালককে।

তবে তাদের এই সম্পর্ক মেনে নিয়েছেন এখনো সকলেই। অভিনেত্রী জানিয়েছিলেন, এবছর নয়, আগামী বছর শীতে তিনি বিয়ে করতে চলেছেন। তিনি সাজতে ভালোবাসেন, তাই গরমে সাজগোজ কঠিন, তাই বিয়েটা হবে শীতেই। কিন্তু এখন নয়, আপাতত এখনও বেশকিছুটা সময় দেরি আছে। তবে সবাইকে ফাঁকি দিয়ে ভরা বর্ষাতেই চার হাত এক হল।

Back to top button