বিনোদন

সাদা শাড়ি পড়েই কেন বিয়ের আসরে শ্রুতি? জানুন নেপথ্যের কারণ…

একেবারে ছক বাধা নিয়মে বিয়ের পরে একটু অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটিয়েছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোন নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। লাল বেনারসি নয়, বরং সাদা শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। কিন্তু কেন? কারণ জানিয়েছেন নিজেই।

সাদা রঙের সরু লাল পাড় বসানো শাড়ি। গায়ে রুপোর গয়না। মাথায় টায়রা-টিকলি, নাক ভর্তি সিঁদুর, গলায় লাল গোলাপের মালা পরে নজর কেড়েছেন শ্রুতি৷ কেন হঠাৎ এমন সাজ অভিনেত্রীর? কেনই বা ‘রাঙা বউ’ লাল না পরে বেছে নিলেন সাদা লাল-পাড় শাড়ি? প্রশ্ন তুলেছেন অনুরাগীদের একাংশ।

একবার শ্রুতি জানিয়েছিলেন, সাদা জামা পরে তিনি একটি বিয়ে বাড়ি গিয়েছিলেন। সেখানে তাঁকে শুনতে হয়েছিল ‘কালো মেয়ে সাদা পরলে খেতে আসে’। তখন তিনি তাঁর অর্থ বোঝেননি। এখন বিয়েতে সাদা রঙকে প্রাধান্য দিয়ে সমাজের সেই সব মানুষদের যোগ্য জবাব দিয়েছেন শ্রুতি। সেটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।

জানা গিয়েছে এই দম্পতির বৌভাত হবে না। হচ্ছে না কোনরকম কালরাত্রি পালন। বিয়ে সেরে স্বর্ণেন্দু এবং শ্রুতি যে যার বাড়িতেই রাত কাটিয়েছেন।

অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “নিয়মমাফিক আশীর্বাদ হলেও গায়ে হলুদ, দধিমঙ্গল কিছু পালন হয়নি। বিয়ের পর যে যার বাড়িতে ফিরে গেছি। কালরাত্রিও পালন হবে না। সোমবার শুট থাকায় স্বর্ণেন্দুর সঙ্গে দেখা হবে। ফলে একই জায়গায় থাকায় কালরাত্রি হবে না। বউভাতও হবে না। তাই শ্বশুরবাড়ি যাইনি।” তবে মধুচন্দ্রিমা টা পালন করা হবে। আর প্রথমবার বরের সঙ্গে বিমানে চড়তে পারবেন বলে, দারুণ উচ্ছসিত শ্রুতি।

সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি সাদা রঙের কেকের ছবি। কেকের সামনে রাখা এক তোড়া লাল গোলাপ। অন্যদিকে পরিচালক নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে লিখলেন বিবাহিত।

জানা যায়, শ্রুতির মা প্রথম দিকে এই সম্পর্ক মেনে নেননি। মূলত বয়সের ফারাকই ছিল কারণ। বারণ করেছিলেন বয়সে বড় এমন একজনের সঙ্গে প্রেমে পড়তে। কিন্তু মায়ের কথা রাখতে পারেন নি অভিনেত্রী। ভালোবেসে ফেলেছেন বয়সে ১৪ বছরের বড় তাঁর প্রথম ধারাবাহিকের পরিচালককে।

তবে তাদের এই সম্পর্ক মেনে নিয়েছেন এখনো সকলেই। অভিনেত্রী জানিয়েছিলেন, এবছর নয়, আগামী বছর শীতে তিনি বিয়ে করতে চলেছেন। তিনি সাজতে ভালোবাসেন, তাই গরমে সাজগোজ কঠিন, তাই বিয়েটা হবে শীতেই। কিন্তু এখন নয়, আপাতত এখনও বেশকিছুটা সময় দেরি আছে। তবে সবাইকে ফাঁকি দিয়ে ভরা বর্ষাতেই চার হাত এক হল।

Back to top button