বিনোদন

মিনি হানিমুন সেরেই ফাঁস ছবি! কোথায় গেলেন শ্রুতি-স্বর্ণেন্দু?

একেবারে ছক বাধা নিয়মে বিয়ের পরে একটু অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটিয়েছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোন নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। এবার এই জুটি টুক করে ঘুরে এলেন হানিমুনে। কোথায় গেছিলেন তাঁরা জানালেন নিজেই।

সোমবার শহরে ফিরে সকলকে জানালেন হানিমুন সারতে কোথায় গিয়েছিলেন নবদম্পতি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তাঁরা ঘুরেছেন লাভারস্ পয়েন্ট, নেউড়া নদী, রকি দ্বীপ।

জানা যায়, শ্রুতির মা প্রথম দিকে এই সম্পর্ক মেনে নেননি। মূলত বয়সের ফারাকই ছিল কারণ। বারণ করেছিলেন বয়সে বড় এমন একজনের সঙ্গে প্রেমে পড়তে। কিন্তু মায়ের কথা রাখতে পারেন নি অভিনেত্রী। ভালোবেসে ফেলেছেন বয়সে ১৪ বছরের বড় তাঁর প্রথম ধারাবাহিকের পরিচালককে।

তবে তাদের এই সম্পর্ক মেনে নিয়েছেন এখনো সকলেই। অভিনেত্রী জানিয়েছিলেন, এবছর নয়, আগামী বছর শীতে তিনি বিয়ে করতে চলেছেন। তিনি সাজতে ভালোবাসেন, তাই গরমে সাজগোজ কঠিন, তাই বিয়েটা হবে শীতেই। কিন্তু এখন নয়, আপাতত এখনও বেশকিছুটা সময় দেরি আছে। তবে সবাইকে ফাঁকি দিয়ে ভরা বর্ষাতেই চার হাত এক হল।

Back to top button