বিনোদন

শ্বশুর বাড়ির পাড়ায় গান গেয়ে মঞ্চ কাঁপালেন শ্রুতি! ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভরাল নেটদুনিয়া

বাংলা সিরিয়াল সিনেমার নায়ক নায়িকারা বিভিন্ন জায়গায় গিয়ে পাড়ার অনুষ্ঠানের শো করে থাকেন। এমনকি সেখানে গিয়ে দর্শকদের অনুরোধেগানও গাইতে হয় তাদের। আর এই গান গেয়ে চরম ট্রোলের শিকার হন অভিনেতা অভিনেত্রীরা। আবার অনেকেই সুরেলা গান গেয়ে দর্শকদের মন জয়ও করে থাকেন। তেমন ভাবেই শ্বশুর বাড়ির পাড়ায় গান গেয়ে মঞ্চ কাঁপালেন শ্রুতি দাস।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শ্রুতিকে সম্বর্ধনা জানানোর জন্য মঞ্চে ডেকে তোলা হয়। তারপর তাঁকে দুই লাইন গাইতে বলা হলে তিনি এত সুন্দর করে গান শোনালেন সকলকে, যাতে প্রত্যেকেই মুগ্ধ হয়ে যায়। খালি গলায় তাঁর গান শুনে মোহিত দর্শকরা।

এদিকে ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেট দুনিয়াতেও। পর্দায় একের পর এক দাপুটে চরিত্রে অভিনয় করে সকলের মনের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। টেলিদুনিয়ার এই মিষ্টি অভিনেত্রী যে বেশ সুন্দর গানও গাইতে পারেন, তার প্রমাণ মিলেছে বহুবার।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী স্পেশ্যাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাঙা বউ ওরফে শ্রুতি। সেই অনুষ্ঠানে গিয়েই স্টেজে উঠে মাইক হাতে গান গাইতে শুরু করেন এই অভিনেত্রীও। বাতাসে গুনগুন গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনিও। অভিনয় দক্ষতার পাশাপাশি এত ভালো যে তিনি গান গান সেটা অবশ্য আগে জানা ছিল না দর্শকদের। সেই গানের ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

Back to top button