ঐন্দ্রিলা আমার অনুপ্রেরণা! মৃত্যুর এতদিন পর অদেখা ছবি শেয়ার করে কী বিশেষ বার্তা দিলেন শ্রুতি

মৃত্যুর পর আজ প্রায় ৯ মাস কেটে গিয়েছে। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। এবার রাঙা বউ ওরফে শ্রুতি এক পুরনো ভিডিও শেয়ার করে লিখলেন ঐন্দ্রিলাকে নিয়ে বেশ কিছু কথা।
ছবিটি শেয়ার করে শ্রুতি লিখেছেন, “হেরে গিয়েছি ভেবেও বার বার উঠে দাঁড়াই যাকে দেখে। ঐন্দ্রিলা আমার অনুপ্রেরণা”। এই ছোট্ট মেয়েটির জীবনের লড়াই যে অনেকেরই জীবনে অনুপ্রেরণা তা আর বলার অপেক্ষা রাখে না। তার জীবন যুদ্ধের লড়াই সাহস যোগায় অনেককেই।
কিছুদিন আগে মৃত্যুর নয় মাসের মাথায় ফের একবার প্রয়াত অভিনেত্রীর পুরনো ভিডিও শেয়ার করলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। এই ভিডিও দেখে ফের চোখের জলে ভেসেছেন তাঁর অনুরাগীরা। চোখে জল এসেছে নেটিজেনদের।
রাখি বন্ধনের উৎসব। একে অপরকে বেঁধে রাখার উৎসব। তাই এই দিনে না ফেরার দেশে হারিয়ে যাওয়া ছোট্ট বোনকে মিস করছেন ঐন্দ্রিলার দিদি। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও পোস্ট করে লিখেছেন, যত দিন যাচ্ছে ততই যেন সব কিছু আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু। সঙ্গে হৃদয়ের ইমোজি।
মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তাঁর পরিবার। তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য। নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা।