বছর কুড়ি পর! পৈতৃক ভিটেতে গিয়ে স্মৃতিমেদুর স্বর্ণেন্দু-শ্রুতি

Published on:

বছর কুড়ি পর! পৈতৃক ভিটেতে গিয়ে স্মৃতিমেদুর স্বর্ণেন্দু-শ্রুতি

একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে বিয়ে করেছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোন নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। লাল বেনারসি নয়, বরং সাদা শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। এবার স্বামীর সঙ্গে শ্বশুরের পৈতৃক ভিটেতে গেলেন অভিনেত্রী। তাঁর স্বামী স্বর্ণেন্দুও প্রায় ২০- ২৫ বছর পর নিজের পুরোনো বাড়ি গেলেন।

তাঁরা সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, ভগ্নপ্রায় সেই বাড়িতে এখন আর কেউ থাকে না। গুপ্তিপাড়ার এই বাড়ি এখন প্রায় পরিত্যক্ত। পোকামাকড় বা সরীসৃপের ভয়ে হাতে লাঠি নিয়ে ঢুকেছেন স্বর্ণেন্দু। পাশ থেকে একজনকে বলতে শোনা যাচ্ছে ‘সাবধানে লাঠি দিয়ে মেরে ঢোক। ভিতরে কিছু থাকতে পারে।’

   
 ⁠

ভিডিও জানান দিচ্ছে, বাড়িতে ঢুকেই স্মৃতি মেদুরতায় ভেসেছেন তাঁরা। দেওয়ালে টাঙানো পুরনো ছবি, না নষ্ট হয়ে গেলেও বুকে আঁকড়ে নিলেন তাঁরা। শ্রুতিকে বলতে শোনা গেল, ‘এগুলো ফেলো না গো বাবি, রেখে দাও। যদি কিছু করা যায়। পুরোনো দ্রব্যের সঙ্গে ধুলো ঝেড়ে আগলে নিলেন পুরোনো স্মৃতিকেও।

  
 ⁠

বাড়ির সামনের অতি পরিচিত মিষ্টির দোকানে গিয়ে এক মহিলার পা ছুঁয়ে প্রণাম করলেন তাঁরা। তখন পেছনে বাজছে পুরানো সেই দিনের কথা। শুধু বাড়িতেই নয়, গুপ্তিপাড়ার উচ্চ বিদ্যালয়ের সামনেও পা রাখতে দেখা গিয়েছে তাঁকে।