আমার বরাবর খুব বেশি লোভ… বরের জন্মদিনে খোলা চিঠি লিখে নিজেকে লোভী কেন বললেন শ্রুতি?

Avatar

Published on:

আমার বরাবর খুব বেশি লোভ... বরের জন্মদিনে খোলা চিঠি লিখে নিজেকে লোভী কেন বললেন শ্রুতি?

একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে একেবারে অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটিয়েছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোনও নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। এবার বরের জন্মদিনের এক বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী।

বিয়ের পর বরের দ্বিতীয় জন্মদিন। তাই একটু জাঁকজমক তো হতেই হবে। স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিনের বিশেষ আদুরে ছবি এবার পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই আনন্দ। এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।

   
 ⁠

চারিদিকে যখন অস্থির পরিস্থিতি, একের পর এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তখনই তাঁর স্বামী পরিচালক হিসেবে কতটা নিরাপদ মহিলা কলাকুশলীদের কাছে সেই কথাই উঠে এল তাঁর লেখায়।

  
 ⁠

এদিন শ্রুতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ সেই বিশ্বাসযোগ্য পরিচালকের জন্মদিন যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেকনিশিয়ানরা নিরাপদ এবং আমি গর্বিত হই এটা শুনে যে – “স্বর্ণ দা স্টুডিও না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালো লাগে না”।