গসিপ

শীঘ্রই আসছে দ্বিতীয় সন্তান! ৯মাসের বেবি বাম্প নিয়ে বোল্ড লুকে ধরা দিলেন শুভশ্রী

আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী। এই অবস্থাতেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এবার সেই রকমই এক ফটো শুটের ছবি দিলেন তিনি। তার এই লুক দেখে ক্লিন বোল্ড সোশ্যাল মিডিয়া।

দেখা যাচ্ছে, কালো অফ শোল্ডার ড্রেসে ঝড় তুলেছেন তিনি। সঙ্গে পড়েছেন মানানসই স্টাড, ব্যাঙ্গেল এবং একটি ঘড়ি। গর্জিয়াস মেকআপে তাঁকে লাগছিল অনবদ্য। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “সার্ভিং আপ সাম গ্ল্যাম”। এই ছবি দেখে মুগ্ধ অনুরাগী মহল।

কিছুদিন আগে একটি সাদা রঙের ড্রেস পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছেন অভিনেত্রী। ব্যাস সেই ছবি দেখেই নিন্দার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নেতিবাচক কমেন্টে ভরে গেছে মন্তব্য বাক্স। মাতৃত্বকলীন অবস্থায় তার চেহারা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি নেটাগরিকরা।

একজন মন্তব্য করে লিখেছেন, ‘মোটা হয়ে যাচ্ছ আর কী বিশ্রী দেখাচ্ছে’। কারোর কথায়, ‘তুমি ডিভা নও, ওনলি বুড়ি’। কেউ লিখেছেন, ‘মুখটা একদম বাজে লাগছে’। আবার কেউ তো পরামর্শ দিয়ে লিখেছেন, ‘এটা কি ফিগার। একটু নজর দাও’। যদিও এইসব মন্তব্যকে একদম পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী।

কিছুদিন আগেও নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে কালো রঙের অফ শোল্ডার টপ পড়তে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে মানানসই মেকআপ ও অ্যাক্সেসরিজ। স্পষ্ট বেবি বাম্প। আর এই ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। কিন্তু এই সব কিছুকে পাত্তা না দিয়ে নিজের দ্বিতীয় গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী।

যদিও, অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।

Back to top button