জানো আমার মা কে? একরত্তি বয়সেই কাকে হুমকি দিলেন শুভশ্রীর ছেলে?

Avatar

Published on:

জানো আমার মা কে? একরত্তি বয়সেই কাকে হুমকি দিলেন শুভশ্রীর ছেলে?

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ছোট থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বাবা-মা। এবারও এক বিশেষ মুহূর্তের কথা ভাগ করে নিলেন মা। আর সেই শুনেই অবাক শ্রোতারাও।

পর্দায় মাকে দুর্গা হিসেবে দেখেছে ইউভান। আর তাই দেখেই তাঁর বিশ্বাস তার মা হয়তো দুর্গা। শুভশ্রী জানান, একজন লিফটে উঠে ইউভানকে তাঁর সঙ্গে যেতে বলেন। কিন্তু ইউভান যেতে রাজি হয় না। কারণ তাঁকে ছোট থেকেই শেখানো হয়েছে অচেনা কারোর সঙ্গে না যেতে।

   
 ⁠

শুভশ্রী আরও বলেন, ইউভান সেই ব্যক্তিকে বলেন, “তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ, আমি তোমায় মারব। উনি তখন বলছেন, তুমি আমায় মারতে পারবে? তুমি তো ছোট্ট বেবি। তখন ইউভান বলছে, জানো আমার মা কে? আমার মা, মা দুর্গা”।

  
 ⁠

মাদার্স ডে’তে নিজের হাতে কার্ড বানিয়ে উপহার দিয়েছে ইউভান। এই উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই চোখে জল এসেছে শুভশ্রীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সেই কার্ডের ছবি। সঙ্গে লিখেছেন আবেগপূর্ণ ক্যাপশন।

ছোট থেকেই শুভশ্রী এবং রাজ দুজনেই ফ্যানেদের সঙ্গে ইউভানের বেড়ে ওঠার সমস্ত রকম মুহূর্ত শেয়ার করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছেলের দেওয়া এই উপহারের ছবি ।