জোরালো তাগিদ তৈরি হলেও কাজে যাবো! কেরিয়ার নাকি মাতৃত্ব কাকে এগিয়ে রাখলেন শুভশ্রী?

Avatar

Published on:

দাদার জন্মদিনে প্রকাশ্যে এল বোন! মেয়ের ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ছোট থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বাবা-মা। কিন্তু কোনও ভাবেই যাতে ইউভান আর ইয়ালিনির মধ্যে হিংসা সৃষ্টি না হয় সেই বিষয়ে সদা সতর্ক শুভশ্রী।

সংসার, সন্তানদের সামলে নিজের কাজও নিয়মমাফিক করে যাচ্ছেন শুভশ্রী। সন্তানরা তাঁর কাছে সবার আগে প্রাধান্য পায়। কখনও ইউভানের মধ্যে যাতে বোনের প্রতি হিংসা না জন্মায়, কখনও যেন মনে না হয় বোনের জন্য তাঁর গুরুত্ব কমেছে সেই বিষয়ে সজাগ তিনি। এমনকি এই শিশুদের মনস্তত্ত্ব নিয়ে রীতিমত পড়াশোনা করেছে বলেও জানান।

   
 ⁠

এই প্রসঙ্গে শুভশ্রী জানান, “বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি। উপলব্ধি করেছি ইয়ানিলির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে”।

  
 ⁠

শুভশ্রী যোগ করেন, “আজ অবধি ইউভান কখনও বোনকে হিংসে করেনি। এই মুহূর্তে আমার কাছে ফুটফুটে দুটো ছেলেমেয়েই প্রধান। যখন ওদের রেখে কাজে বেরানোর জোরালো তাগিদ তৈরি হবে, শুধু এমন কাজ করব”। তবে সন্তান মানুষ করার ক্ষেত্রে নিজের শ্বাশুড়ি ননদ এবং পরিচালক স্বামীকে ধন্যবাদ জানান তিনি।

দিন কয়েক আগে মাদার্স ডে’তে নিজের হাতে কার্ড বানিয়ে উপহার দিয়েছে ইউভান। এই উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই চোখে জল এসেছে শুভশ্রীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সেই কার্ডের ছবি। সঙ্গে লিখেছেন আবেগপূর্ণ ক্যাপশন।

ছবিতে যে কার্ডের ছবি শুভশ্রী দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, একটি ফুল আঁকা, আর তার নিচে লেখা ‘আই লাভ ইউ মাম্মা।’ এরপর ভিতরের পাতায় সে লিখেছে একই কথা। সঙ্গে আবার একটি স্মাইলি এঁকে দিয়েছে। এদিন এই ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে শুভশ্রী লেখেন, ‘আমার হৃদয়ের থেকে পাওয়া আমার প্রথম কার্ড।’