সিরিয়াল

বিয়ের পরেই ফাঁস গোপন তথ্য! ‘শ্যামা’য় টুম্পা-হানির দাম্পত্য কোন দিকে মোড় নেবে এবার?

সদ্যই শেষ হয়েছে সোহাগ জল ধারাবাহিক। এরমধ্যেই ফের পর্দায় ফিরছেন এই ধারাবাহিকের নায়ক হানি বাফনা। সান বাংলায় আসছে শ্যামা নামক একটি ধারাবাহিক। সেখানেই দেখা যাবে অভিনেতাকে। টুম্পা ঘোষের সঙ্গে এই ভিন্ন স্বাদের সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন তিনি।

এক বিত্তশালী পরিবারের ছেলে হিসেবে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে তার চরিত্রের নাম জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাদু বকুল বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। তিনি একজন প্রভাবশালী জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করছেন।

অপরদিকে, টুম্পা ঘোষকে দেখা যাবে দেবীপীঠের প্রধান পুরোহিতের মেয়ে হিসেবে। ধারাবাহিকের শুরুতেই বিয়ে হবে দুজনের। কিন্তু বিয়ের পরেই শুরু হবে টানাপোড়েন। বেশ কিছু গোপন তথ্য সামনে এসে পড়ায় টালমাটাল হয়ে উঠবে সম্পর্ক। এই ধারাবাহিকে টুম্পার চরিত্রের নাম অরিত্রি।

হানি টুম্পা ছাড়াও অনুরাধা মুখোপাধ্যায়, ভরত কল, সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে এই সিরিয়ালে দেখা যাবে।

Back to top button