অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু তাও শেষ পর্যন্ত সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন নি। অকালেই শেষ হয়েছে ক্যারিয়ার। এই অভিনেত্রীকে কি চেনা যাচ্ছে?
ইনি হলেন বলিউডের এক সময়ের নামজাদা অভিনেত্রী সিল্ক স্মিতা। তবে এটি তার পর্দার নাম হলেও তার আসল নাম অন্য। সিল্ক স্মিতার আসল নাম ভদলাপতি বিজয়লক্ষ্মী। তিনি তাঁর ১৮ বছরের পেশাদারী জীবনে ৪৫০-এর বেশি ছবিতে কাজ করেছেন।
আর্থিক অভাব ছিল এই অভিনেত্রীর জীবনের নিত্য সঙ্গী। মাত্র ১৪ বছর বয়সে সিল্ক স্মিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহ সুখ তার হয়নি। শ্বশুরবাড়ি এবং স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।মালায়ালম পরিচালক অ্যান্টনি ইস্টম্যানই তাঁকে স্মিতা নাম দিয়েছিলেন।
প্রথমে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৭৯ সালে তামিল ছবি ভন্দিচাক্কারম-এ প্রথম সুযোগ পান। তারপর আর ফিরে তাকাতে হয়নি। তেলুগু এবং তামিল সিনেমায় প্রচুর কাজ করেছেন। এছাড়াও তাঁকে কিছু কন্নড়, মালায়ালম এবং হিন্দি ছবিতেও দেখা গিয়েছিল।