বিনোদন

ফের নক্ষত্র পতন সঙ্গীত জগতে! মাত্র ৪০ বছরেই না ফেরার দেশে পাড়ি এই জনপ্রিয় গায়কের

ফের শোকের ছায়া সংগীত জগতে। মৃত্যু হল আরো এক সঙ্গীত শিল্পীর। মাত্র ৪০ বছর বয়সেই প্রাণ হারালেন এই গায়ক। মঙ্গলবার সকলেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি ।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজু। জন্ডিস হয়েছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। এরপর খানিক সুস্থ হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি এসে ফের অসুস্থ হয়ে পড়ে গায়ক। এরপরে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সবাইকে ছেড়ে এদিন ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ বিকেলেই তাঁর পৈত্রিক বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্ত্রী ও তিন কন্যা রয়েছে তাঁর। অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছে তাঁর পরিবারের সদস্যরা।

রাজু পাঞ্জাবির অকাল প্রয়াণে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার শোকপ্রকাশ করে জানিয়েছেন, “রাজু পাঞ্জাবীর মৃত্যুতে হরিয়ানার সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি”। পাঞ্জাবি গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। এই বছরের ১২ অগাস্ট মুক্তি পেয়েছে তাঁর গাওয়া শেষ গান আপসে মিলকে ইয়ারা হামকো ভাললাগা থা।

Back to top button