বেশি বয়সেও কম বয়সি দেখাতেই আমরা কে না চাই। ত্বকের পরিচর্যা করা যদিও সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ত্বকের চর্চা করার জন্য সময় দেওয়া যেন দুঃসাধ্য হয়ে পড়ে। এদিকে চোখের নিচের কালো দাগ বয়সকে যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। তবে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা সমাধান করা যেতে পারে।
ঘরেই ফেসপ্যাক বানিয়ে মুখে ব্যবহার করলে ত্বক থাকবে টানটান উজ্জ্বল। একদম সহজ পদ্ধতিতে এই মাস ব্যবহার করা যাবে অল্প সময়ে। খরচ যেমন কম তেমন উপকারও মিলবে হাতেনাতে। তাই ঘরোয়া কয়েকটি পদ্ধতি অবলম্বন করে এই মাস্ক বানিয়ে ফেলুন চটজলদি।
মাস্ক তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটি ডিমের সাদা অংশ, ১ চা-চামচ মধু, ১চা-চামচ লেবুর রস, আধ চা-চামচ অলিভ অয়েল, আধ চা-চামচ অ্যালো ভেরার শাঁস, আধ টেবিল চামচ গ্রিন টি, এক চিমটে হলুদ, ১ টেবিল চামচ টক দই।
টক দই ব্যবহার করে চোখের কালো দাগ তোলা যেতে পারে। এজন্য একটি বিশেষ প্যাক তৈরি করতে হবে। সব উপকরণ একটি পাত্রের মধ্যে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট মতো। তার আগে মুখটি ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কিছুক্ষণ ওই প্যাক মুখে রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
নিয়মিত এই কাজ করলে ফল পাবেন হাতেনাতে। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে কিছুদিনের মধ্যে চোখের নিচের কালো দাগও উধাও হবে।