ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে এই ফলগুলি! আজই ঘরে বানান এই ফেসপ্যাক

Published on:

ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে এই ফলগুলি! আজই ঘরে বানান এই ফেসপ্যাক

এই ঋতুবদলের সময় একটু সচেতন হতে হবে। যত্ন নিতে হবে ত্বকের। ত্বক শুষ্ক হতে শুরু করেছে ইতিমধ্যেই। তাই তার আগেই ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে হবে। কিছু মরশুমি ফল ব্যবহার করে এই ফেসপ্যাক বানানো যায়।

বেদানা দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন একটি ফেসমাস্ক। বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে ব্যবহার করুন। ত্বকে রোদে পুড়ে গেলেও রেহাই মিলবে। কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে টক দই মিশিয়ে নিয়ে ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও কমলার রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

   
 ⁠

পাকা পেঁপে চটকে নিন। তার মধ্যে মধু মিশিয়ে নিন। এবার সারা মুখে মেখে কিছুক্ষণ রেখে হালকা উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।একটি কলা চটকে নিয়ে সারা মুখে ভাল করে মেখে নিন। একটু শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। শীতকালেও ত্বক হয়ে উঠবে ঝকঝকে।

  
 ⁠

এই ফলগুলিতে ভিটামিন কে, সি, ই, ফাইবার রয়েছে। যা কিনা ত্বকে বয়সের ছাপ, পিগমেন্টেশন অর্থাৎ ছোপছোপ দাগ দূর করে। ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে।