মানুষের শখ বড় অদ্ভুত জিনিস। কার কখন কীসের শখ হবে তা বলা মুশকিল হয়ে পড়ে। এদিকে শখের জন্য যে মানুষ কত কী করতে পারেন তার প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। এবার তেমনই এক শখের কথা প্রকাশ্যে এলো। আর এর মধ্যে দিয়েই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক মহিলা।
উত্তরপ্রদেশের বাসিন্দা ৪৬ বছরের স্মিতা শ্রীবাস্তব। ১৪ বছর বয়সে শেষ চুল কেটেছিলেন তিনি। এখন তাঁর বয়স ৪৬। মাঝে কেটেছে ৩২ টা বছর। এর মধ্যে একবারও চুলে কাঁচি ছোঁয়াননি তিনি। এর জেরে এখন তাঁর চুলের দৈর্ঘ্য ৮ ফুট। বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী তিনি। আর সেই কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাঁর।
গত বছরের ২৯ নভেম্বর গিনেস কর্তৃপক্ষ স্মিতার রেকর্ডের কথা ঘোষণা করেছিল। ৭৫ বছরের স্মিতার মায়ের চুলের দৈর্ঘ্যও ৩ ফুট। তবে শুধু চুল বড় করলেই তো হল না। তার যত্ন করাও সময় সাপেক্ষ ব্যাপার। কীভাবে যত্ন করেন তিনি?
চুলের যত্নের প্রসঙ্গে স্মিতা বলেন, সপ্তাহে দুবার চুল সম্পূর্ন ধোন তিনি। এছাড়াও জলধোয়া, শুকোনো, জট ছাড়ানো ও কায়দা করে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা করে সময় লাগে প্রতিদিন। শুধুমাত্র চুল ধুতেই সময় লাগে ৪৫ মিনিট। এর পর একটি তোয়ালে দিয়ে চুল শুকাতে হয়। বাকি কাজে লাগে আরও দুই ঘণ্টা। স্মিতার দীর্ঘতম চুল নিয়মিত পরিচর্যায় ঝলমলেও বটে।
তবে এই লম্বা চুল রাখার পেছনে তাঁর অনুপ্রেরণা কে? এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, আশির দশকের নায়িকারা তাঁর অনুপ্রেরণা। এছাড়াও হিন্দু ধর্মের দেবীরা লম্বা চুল রাখতেন। তাই সেই সমস্ত পৌরাণিক কাহিনী দেখেও তাঁর মনে লম্বা চুল রাখার ইচ্ছে জাগে। তাঁর মতে, লম্বা চুলেই ভারতীয় মহিলাদের সবচেয়ে ভালো লাগে।