সাপে নেউলের দ্বৈরথের কথা সবাই জানে। এবার প্রমাণ আরও একবার চাক্ষুষ করল সোশ্যাল মিডিয়া। এমন ভিডিও ভাইরাল হল যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি লম্বা সাপকে রীতিমত কবজা করে ফেলেছে একটি নেউল। বিষাক্ত গোখরোটি ফণা তোলার আগেই নেউলটা কামড় বসাল সাপটির মাথায়। যেন ‘টুঁটি’ টিপে ধরল সাপটির।
সাপ নিস্তেজ হলেও ছেড়ে দেওয়ার পাত্র নয় নেউলটিও। রাগে দাঁতের মাঝে গোখরোর মাথা আরও শক্ত করে চেপে ধরে সে। আর মাথা তুলতে পারেনি বিষধর গোখরোটি। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।
কিছুদিন আগে দেখা গিয়েছিল একটি সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাঙ। বিষাক্ত সাপটির অর্ধেকটা গিলে ফেলেছে একটি বড় ‘বুলফ্রগ’। অনেক কষ্ট করেও সাপটি ব্যাঙের কবল থেকে মুক্ত হতে পারছে না। যদিও প্রাণপণে বাঁচার চেষ্টা চালাচ্ছে সাপটি।