সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি লম্বা সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাঙ। বিষাক্ত সাপটির অর্ধেকটা গিলে ফেলেছে একটি বড় ‘বুলফ্রগ’। অনেক কষ্ট করেও সাপটি ব্যাঙের কবল থেকে মুক্ত হতে পারছে না। যদিও প্রাণপণে বাঁচার চেষ্টা চালাচ্ছে সাপটি।
দিন কয়েক আগে আরও এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল একটি কাঁকড়াবিছে ও সাপের মধ্যে মারপিট চলছে। এই দুই সরীসৃপের লড়াইয়ে ঘটনা কিন্তু সচরাচর চোখে পড়ে না। কাঁকড়াবিছেটিকে মুখের মধ্যে চেপে ধরেছে লম্বা সাপটি।
অন্য দিকে, সাপটিকেও পাল্টা ঠেলা দিতে শুরু করেছে কাঁকড়াবিছে।কাঁকড়াবিছেটি কুচকুচে কালো। সাপের গায়ে কালোর উপর সাদা ছোপ। ভিডিও দেখে শিহরিত হয়েছেন নেটিজেনরা।