দুই সরীসৃপের মরণ বাঁচন লড়াই! ভিডিও দেখে শিউরে উঠবেন

Avatar

Published on:

দুই সরীসৃপের মরণ বাঁচন লড়াই! ভিডিও দেখে শিউরে উঠবেন

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি লম্বা সাপ এবং একটি কাঁকড়াবিছেকে মারপিট করছে। এই দুই সরীসৃপের লড়াইয়ে ঘটনা কিন্তু সচরাচর চোখে পড়ে না। একটি সাপ এবং একটি কাঁকড়াবিছে জঙ্গলে শুয়ে ছিল।

   
 ⁠

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, ধুন্ধুমার লড়াই চলছে দু’জনের মধ্যে। কাঁকড়াবিছেটিকে মুখের মধ্যে চেপে ধরেছে লম্বা সাপটি। অন্য দিকে, সাপটিকেও পাল্টা ঠেলা দিতে শুরু করেছে কাঁকড়াবিছে।কাঁকড়াবিছেটি কুচকুচে কালো। সাপের গায়ে কালোর উপর সাদা ছোপ।

  
 ⁠

কিছুদিন আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, একটি গাছের মধ্যে গিজগিজ করছে সাপ। একে অপরকে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। গাছের ডালের সঙ্গে সাপেদের দেহের রং একেবারে মিশে গিয়েছে। ভিডিও দেখে শিহরিত হয়েছেন নেটিজেনরা।