চুপিসারে লুকিয়ে সাপ! হেলমেট পড়তেই নেতিয়ে পড়ল যুবক, প্রকাশ্যে হাড় হিম করা ভিডিও

Published on:

চুপিসারে লুকিয়ে সাপ! হেলমেট পড়তেই নেতিয়ে পড়ল যুবক, প্রকাশ্যে হাড় হিম করা ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হেলমেটের ভেতরে লুকিয়ে রয়েছে একটি ছোট গোখরা সাপ। চালক খেয়াল না করেই সেই হেলমেটটি পড়ে ফেলে। আর তারপরেই ঘটে-বিপত্তি। চালকের মাথায় কামড়ে দেয় সাপটি।

   
 ⁠

ধীরে ধীরে স্কুটির উপরেই নেতিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েক জন এসে ধরাধরি করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এরপরে এক সাপ উদ্ধারকারী এসে ওই সাপটিকে উদ্ধার করে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। যদিও এখন ওই যুবকের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। তবে নেটিজেনরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

  
 ⁠

কিছুদিন আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছিল, সেরামিক কমোডের ভেতরে লুকিয়ে রয়েছে একটি গোসাপ।
কমোড ভাঙতেই বেরিয়ে আসে সেটি। গোসাপের মাথা বেরিয়ে আসতেই উদ্ধারকারী দড়ি বেঁধে সাবধানে টেনে সেটিকে বার করে আনেন।