সাপের জিভ দিয়েই কি বিষ ছড়ায়? ভুল ধারণা ভাঙতে জানুন এই বিস্ময়কর তথ্য

Avatar

Published on:

সাপের জিভ দিয়েই কি বিষ ছড়ায়? ভুল ধারণা ভাঙতে জানুন এই বিস্ময়কর তথ্য

বর্ষাকালে চারিদিকে সাপের উপদ্রব দেখা যায়। ভগবান হিসেবে পুজো করার কারণে সাপকে যেমন মারা যায় না ঠিক তেমনি তাড়াতে গেলেও বেগ পেতে হয়। এদিকে সাপ দেখলে ভয়েও প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে। অনেকেই ভাবেন সাপ বারবার জিভ বের করে বলে হয়ত জিভ দিয়েই বিষ ছড়ায় এই সরীসৃপ। কিন্তু আসল সত্যিটা জানলে চমকে যাবেন।

সাপের ক্ষতি না করলে সে কখনোই মানুষের ক্ষতি করে না। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি যদি হাতের কাছেই থাকে তাহলে সাপকে সহজে তাড়ানো যেতে পারে। বিশেষ করে যাঁদের বাড়ির পাশে ঝোপঝাড়, জঙ্গল, পুকুর রয়েছে তারা এই বর্ষায় সাবধানে থাকুন।

   
 ⁠

সাপ বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল এক প্রতিবেদনে জানান, জিভ নয় বরং দাঁতের মাধ্যমেই বিষ ছড়ায় সাপ। তাদের গ্রন্থিতে থাকা বিষ দাঁতের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। সাপের জিভ বা চামড়া দিয়ে বিষ ছড়ানোর কোনও ক্ষমতাই নেই।

  
 ⁠

এই বিশেষজ্ঞের মতে, কাউকে সাপে কামড়ালে বিষ দাঁতের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং রক্তপ্রবাহে মিশে তার প্রভাব দেখায়। তাই এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। বিষ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া উচিত ৷ ঘরোয়া টোটকা না করে বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করারই পরামর্শ দিয়েছেন তিনি।

তবে সাপ তাড়াতে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। রসুন এবং পেঁয়াজের গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই বাড়িতে সব সময় রসুন পেঁয়াজ রাখুন। এর গন্ধে সাপ ধারে কাছে ঘেষবে না। এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। এছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে ।