অফবিট

ধীরে ধীরে জামার ভিতর ঢুকছে বিষধর কেউটে! অতঃপর কি ঘটলো? দেখুন হাড়হিম ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির জামার ভিতর ঢুকছে বিষধর কেউটে সাপ। কীভাবে সাপটি ভিতরে ঢুকে পড়ল তা নিয়েই বাড়ছে সংশয়। তবে যেভাবে সাপটিকে জামা থেকে বের করা হল তা দেখে শিউরে উঠবেন আপনি।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, বোতামের ফাঁক দিয়ে উঁকি মারছে সাপটি। শোনা যাচ্ছে সেখানে উপস্থিত কিছু লোক ওই ব্যক্তিকে নড়াচড়া করতে বারণ করছেন। ওই ব্যক্তি তখন দুই হাত উপরে তুলে সাপটির বেরোনোর অপেক্ষা করতে থাকেন। এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে সাপটি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, বাড়ির ভেতর ঢুকে পড়েছে ১৪ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি কিং কোবরা সাপ। আর এই সাপের ফোঁস আওয়াজ শুনে রীতিমত অজ্ঞান হওয়ার জোগাড় বাড়ির গৃহকর্তার। উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাড়ির সকলে। ঘটনাটি ভিটিআর সংলগ্ন লক্ষ্মীপুর রামপুরওয়া গ্রামের ঘটনা। এই ভিডিও দেখেও শিউরে উঠেছেন নেটিজেনরাও।

Back to top button