সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।
দেখা যাচ্ছে একটি গাছে উঠছে এক মোটা অজগর সাপ। এই ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা নেট দুনিয়া। গাছের এক ডাল থেকে অন্য গাছের ডালে চলে যাচ্ছে অজগর সাপটি। ঘটনাটি অস্ট্রেলিয়ার জঙ্গলে ঘটেছে। এক গাছ থেকে অন্য গাছের ডালে বেয়ে চলেছে অজগরটি। এক গাছে লেজ পেঁচিয়ে রয়েছে।
কিছুদিন আগে এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ধরা পড়েছে এক যুবকের কেরামতি। ধু-ধু মরুভূমির মধ্যে হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। বারবার তিনি ওই বিষাক্ত সাপটিকে চুমু খেতে যাচ্ছেন। কিন্তু কোনও বারই সাপের ঠোঁটের সঙ্গে তাঁর ঠোঁটের স্পর্শ হচ্ছে না।
এদিকে বারবার চুমু খেতে গিয়েও বেঁচে যাচ্ছিলেন যুবক। কিন্তু শেষ রক্ষা হলো না। সাপটি তরুণের নীচের ঠোঁটের ঠিক মাঝখানে ছোবল বসাল। সাপটিকে টেনেও নিজের ঠোঁটের থেকে আলাদা করতে পারলেন না তরুণ। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।