অদ্ভুত শব্দে ঢাকল বাড়ি! বস্তা সরাতেই যা মিলল, ভিডিও দেখে হিমেল স্রোত বয়ে যাবে শরীরে

Avatar

Published on:

হিস হিস শব্দে ঢাকল বাড়ি! বস্তা সরাতেই যা মিলল, ভিডিও দেখে হিমেল স্রোত বয়ে যাবে শরীরে

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ঘরের একপাশে থাকা বস্তার স্তূপ থেকে হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন এক ব্যক্তি। এরপরেই সন্দেহ হওয়ায় এলাকার এক সমাজকর্মীকে খবর দেন ওই ব্যক্তি। বস্তা সরাতেই সকলের চক্ষু চড়কগাছ। বস্তার নীচে গিজগিজ করছে একগাদা সাপ।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, বস্তা তুলতেই নজরে আসে একগাদা সাপ। বস্তার নিচ থেকে লেজ বের করে কুন্ডলিকৃত হয়ে রয়েছে সাপগুলি। সব একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। বস্তা তোলার সঙ্গে সঙ্গেই তারা আরও গুটিয়ে যায়। ওই সমাজকর্মী মুরারি লাল এই ভিডিও শেয়ার করেছেন।

  
 ⁠

ইতিমধ্যেই ৫ কোটি ৭০ লক্ষ ভিউস কুড়িয়ে নিয়েছে এই ভিডিয়ো। ৬ লক্ষের কাছাকাছি ইনস্টাগ্রাম ব্যবহারকারী লাইক করেছে ভিডিওটি। একজন লেখেন, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গিয়েছি। কেউ লিখেছেন, এরা বিষধর সাপ নয়। ওদের জঙ্গলে ছেড়ে দিন। মুরারি সাপ উদ্ধারের কাজের জন্য অনেকেই আবার তাঁকে বাহবা দিয়েছেন।