সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সাপের মাথা ও লেজ ধরে টানাটানি করছে একটি শিশু। চেয়ারে বসে থাকা ওই শিশুকে পেঁচিয়ে আছে সাপটি। কিন্তু ছোট শিশুটির নির্ভয়ে ওই সাপের সঙ্গে খেলে চলেছে।
ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, গলা থেকে সাপটিকে খুলে সে চেয়ারে শুইয়ে দিচ্ছে।সাপের গলা ধরে চেয়ারের হাতলে মাথাটি চেপে ধরে। হঠাৎ করে সাপটি নড়াচড়া শুরু করতেই শিশুটি চিৎকার করে ওঠে এবং ভয় পেয়ে সাপটিকে চেয়ার থেকে সরিয়ে দেয়। এই ভিডিও দেখে রীতিমত শিহরিত হয়েছেন নেটাগরিকরা।
দিন কয়েক আগে আরও এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, বাড়ির বাগানে দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে। তার গলায় জড়ানো একটা মোটা কালো রঙের সাপ। তাৎপর্যপূর্ণ বিষয় বাচ্চা মেয়েটি একটুও ভয় পাচ্ছে না। বরং সে সাপটিকে নিয়ে মজা করে খেলা করছে। দেখা যাচ্ছে,সাপটি তাকে জড়িয়ে ধরতেই সে হাসতে হাসতেই চিৎকার করছে।