সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য ট্রেনে নাচের ভিডিও করছেন অনেকেই। চলন্ত ট্রেনে বা স্টেশনে রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। তবে এবার এইরকম এক ভিডিও ফের ভাইরাল হল। সেখানে দেখা যাচ্ছে অফিসের মধ্যেই গোবিন্দ এবং রানি মুখোপাধ্যায়ের গানে নেচে মাতাচ্ছেন জুটি।
আসল বিষয়টি হল, চলতি বছরের অগস্ট মাসে ১৮ বছরে পা ফেলল ‘ইন্ডিগো’ বিমান সংস্থা। সেই জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষেই সেই সংস্থার দুই কর্মী চলো ইশ্ক লড়ায়ে গানে নেচে মাতালেন। ভিডিও ভাইরাল হতে প্রশংসা করেছেন নেটিজেনরা।
ভিডিয়োয় দেখা গিয়েছে,তরুণ সহকর্মী টিশার্টের সঙ্গে জিন্স পরলেও তরুণীকে দেখা গিয়েছে টিশার্টের সঙ্গে লং স্কার্ট পরে নাচতে। অন্য কর্মীরাও নাচে-গানে মেতেছিলেন সেই অনুষ্ঠানে। সহকর্মীর হাত ধরে সকলের সামনে নাচছেন এক তরুণী। তাঁদের সামনে রয়েছেন সংস্থার অন্য কর্মীরাও। দুই সহকর্মীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। গলা ছেড়ে গানও গাইছেন অনেকে।
‘নিশাচৌধরী৬০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় নাচের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিও দেখে সবাই প্রশংসা করেছেন। তাঁদের কথায়, অনবদ্য পারফরমেন্স করেছেন ওই জুটি। বর্তমানে চটুল নাচের যুগে এই নাচ সহজেই মন কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।