সংসারে একী করেন শর্মিলা! মায়ের গোপন কাণ্ড ফাঁস করলেন সোহা আলি খান

Avatar

Published on:

সংসারে একী করেন শর্মিলা! মায়ের গোপন কাণ্ড ফাঁস করলেন সোহা আলি খান

নবাব পত্নী শর্মিলা ঠাকুরের তিন ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। কিন্তু এই নবাব পত্নী বাড়িতে যা করেন এই নিয়ে সোহা আলি খান যা বলেছিলেন তা শুনে অবাক হয়ে যাবেন।

একবার এক শো তে এসে সোহা আলি খান বলেন, অত্যন্ত সাধারণ মধ্যবিত্তের মত সংসার সামলান তাঁর মা শর্মিলা ঠাকুর। সংসার চালানোর পুঙ্খনাপুঙ্খ হিসেব রাখেন শর্মিলা। কতটা খরচ, কোথায় কী হবে, তিনি খেয়াল রাখেন।

   
 ⁠

এমনকি বাড়ির সৌন্দর্যেও খরচের কাটছাঁট করেন তিনি। সোহা জানান, কম খরচের জন্য তাঁদের রাজপ্রাসাদে দামী পেইন্টিংয়ের পরিবর্তে চুন রং করিয়েছেন। পতৌদি প্রাসাদ তৈরির সময় তাঁদের অর্থে টান পড়ে, তাই মেঝেতে মার্বেল স্থাপনের পরিবর্তে, প্রচুর সিমেন্টের কাজ করা হয়েছিল এবং উপরে কার্পেট বিছানো হয়েছিল।

  
 ⁠

অপরদিকে একবার শর্মিলা জানিয়েছিলেন, সইফ আলি খান, সোহা আলি খান এবং সাবা আলী খানের মধ্যে সোহা সব থেকে বেশি জেদী। এর ব্যাখ্যা হিসেবে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, “আসলে আমার ছেলেকে নানারকমভাবে ম্যানিপুলেট করা যায়। ওর মন ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু সোহাকে সেটা পারা যায় না”।