কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’। এবার এখানেই কাহানিমে টুইস্ট। গল্পে নতুন মোড়। জল্পনা উঠছে সোহাগের প্রেগন্যান্সি নিয়ে। ছড়িয়ে পড়েছে তাঁর মা হওয়ার খবর। তাহলে কি সত্যি সোহাগের ঘরে আসছে নতুন অতিথি?
ধারাবাহিকে দেখা যাচ্ছে সোহাগ এখন বিবাহ বিচ্ছেদ চাইছে। এদিকে আদালতের রায় অনুযায়ী বিচ্ছেদের জন্য লাগবে একসঙ্গে থাকার তথ্য প্রমাণ। তাই ঘরে লাগানো হয়েছে সিসিটিভি। সোহাগ চেষ্টা করে চলেছে খারাপ থাকার প্রমাণ জোগাড় করার। চাঁদ চেষ্টা করেছে সংসারে সুখে থাকার প্রমাণ দেওয়ার। এই দুইয়ের লড়াইয়ে জিতবে কে?
আবার অন্যদিকে দেখা যাচ্ছে, চাঁদকে বাঁচাতে গিয়ে চোট লাগে সোহাগের। কিন্তু মাঝখান থেকে সোহাগের অসুস্থতার বেশ কিছু লক্ষণ দেখে ঠাকুমার মনে হয় সোহাগ বোধ হয় সন্তান সম্ভাবা। আর সেই কথা ছড়িয়েও পড়ে।
হরিপুরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সোহাগের গর্ভবতী হওয়ার খবর। আর এই জল্পনাকে উসকাতে থাকে চাঁদ। কিন্তু সোহাগ কি আদতেও মা হতে চলেছে? তা বোঝা যাবে কয়েকটি এপিসোড পরেই।