পূজা-সোহেলের বিচ্ছেদের নেপথ্যে সালমান? আসল সত্যটা কী?

Avatar

Published on:

পূজা-সোহেলের বিচ্ছেদের নেপথ্যে সালমান? আসল সত্যটা কী?

খান পরিবারের পুত্রবধূ হওয়া হয়নি মহেশ ভাটের কন্যা পূজা ভাটের। কিন্তু এর পেছনে কারণ কী? অনেকেই মনে করেন সালমান খানের জন্য হয়তো এই বিয়ে হয়নি। তবে আসল কারণ কী?

খান পরিবারের ছোট পুত্র সোহেল খানের সঙ্গে চুটিয়ে প্রেম করতেন মহেশ ভাটের বড় কন্যা পূজা ভাট। পূজার সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলে তৈরি ছিলেন সলিম খানও। দুই পরিবারের একে অপরের বাড়িতে আনাগোনাও ছিল। কিন্তু তার পরেও হয়নি বিয়ে।

   
 ⁠

জানা যায়, সোহেল খান বারবার বিয়ে পিছিয়ে দিচ্ছিলেন। যার কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন, যতখন না প্রতিষ্ঠিত পরিচালক হবেন ততদিন বিয়ে করবেন না। এর মধ্যেই বিয়ে নিয়ে পূজা-সোহেলের তিক্ততা বাড়তে থাকে। শেষমেশ তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পূজার সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরই সীমা সচদেওকে বিয়ে করেন সোহেল।

  
 ⁠

এরপর এক সাক্ষাৎকারে পূজা ভাট বলেন, খান পরিবারের সকলের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো ছিল। শুধু মাত্র সালমানের সঙ্গে তিনি দূরত্ব বজায় রেখে চলতেন। তিনি ‘লভ’ বলে একটি ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করতে চাননি। আর সেই কারণেই তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল, পূজা এবং সোহেলের সম্পর্ক ভাঙার নেপথ্যে ছিলেন সলমন। তিনিই সোহেলকে বুঝিয়ে সম্পর্ক থেকে বার করে আনেন। যদিও এই দাবি পূজা ভাট কখনও করেননি