টলিপাড়ায় ফের ভাঙন, পাকাপাকি ভাবে পথ আলাদা হল সোহিনী-রণজয়ের, নেপথ্যে কি তৃতীয় ব্যক্তি?

টলি পাড়ায় এখন যেন ভাঙনের সুর। একের পর এক যুগলের আলাদা হওয়ার খবর। এরমধ্যেই সোহিনী-রণজয়ের বিচ্ছেদের খবর। এবার নাকি পাকাপাকিভাবে আলাদা হয়ে গিয়েছেন দু’জনে।
জানা গিয়েছে, দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই মান অভিমানের পালা চলছিল। কিন্তু তার মধ্যেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন তাঁরা । শেষ পর্যন্ত তা আর হল না। তবে এর পেছনে তৃতীয় ব্যক্তির আগমন আছে বলেও মনে করা হচ্ছে।
লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন সোহিনী-রণজয়। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আলাদাই হয়ে গেলেন তাঁরা। কিন্তু আচমকা কেন পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা?
অন্দরের খবর, দুজনের জীবনেই নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর তার জেরেই এই বিচ্ছেদ। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনও সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। যদিও এই নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই।