আমি অধরা মাধুরী! গায়কের প্রেমে মজে নতুন সম্পর্কেই কি সিলমোহর দিলেন সোহিনী?

শোভন-সোহিনীর প্রেমের গন্ধে এখন মম করছে টলিউড। এরমধ্যেই সোহিনীকে জড়িয়ে শোভনের এক পোষ্টে সেই জল্পনা খানিকটা সত্যি হয়েছে। যদিও পরে সেই পোস্ট ডিলিট করেছেন গায়ক। এদিকে গায়ক পোস্ট ডিলিট করলেও সোহিনীর এই পোস্টে আবারও উস্কে উঠল জল্পনা।
নতুন নতুন প্রেমে পড়লে তখন সব কিছুই রঙিন লাগে। নিজেকে অধরা মাধুরীই মনে হয় বটে। সেক্ষেত্রে সোহিনী সরকারই বা ব্যতিক্রম হতে যাবেন কেন? দশম অবতারের গানের অংশ নিজের ছবির ক্যাপশনে দিয়ে যেন সেই প্রেমই জাহির করলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বইয়ের পাতায় চোখ রেখে এক ছবি পোস্ট করেছেন তিনি। তাতেই ক্যাপশনে লিখেছেন, “আমি অধরা মাধুরী, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি”। অভিনেত্রীর এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। আর প্রেমিক শোভন কতটা মুগ্ধ হয়েছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না।
গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে প্রেম ভেঙেছে স্বস্তিকা দত্তর। আবার অপর দিকে সোহিনী সরকারেরও একই অবস্থা। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে তার। আর এর মধ্যেই অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে শোভনের সম্পর্কের গুঞ্জনে মুখরিত টলিউড। এবার এই গুঞ্জনই সত্যি হল। কিছুদিন আগেই বিকেলের পড়ন্ত আলোয় সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন শোভন।
সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করে শোভন লিখলেন, “শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।” ছবিতে দেখা যাচ্ছে, ডেনিম শার্ট পরে রয়েছেন শোভন। অপরদিকে সোহিনীর পরনে হলুদ কুর্তি। সোহিনীকে আদুরে ভাবে জড়িয়ে রয়েছেন গায়ক। কিন্তু আলোচনা শুরু হতেই সেই পোস্ট ডিলিট করেছেন শোভন।
টালিগঞ্জের গুঞ্জন ছিল, অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন শোভন গাঙ্গুলী। এদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীও এখন সিঙ্গেল। তাই এই সম্পর্কের খবর এত জোরদার হচ্ছে। সোহিনী সরকারের মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতিও নজর কেড়েছে। এদিকে সোহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন, পোস্ট লাগাতার শেয়ার করছেন শোভন। এবার সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল।