রণজয়কে আইনি নোটিশ! প্রাক্তনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন সোহিনী

Avatar

Published on:

রণজয়কে আইনি নোটিশ! প্রাক্তনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন সোহিনী

শোভন সোহিনীর বিয়ের পর থেকেই নজর তাঁদের প্রাক্তনদের দিকে। বিশেষ করে রণজয়কে নিয়ে চর্চার শেষ নেই। এই মুহূর্তে তিনি কী করছেন, কীভাবে সময় কাটাচ্ছেন, কী পোস্ট দিচ্ছেন সেদিকেই এখন নজর নেটিজেনদের। প্রাক্তনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং সোহিনীও। এবার রণজয়কে আইনি নোটিশ দিলেন সোহিনী।

সূত্রের খবর সোহিনীর নামে এমন অনেক কথাই রণজয় বলছেন, যা সোহিনীর কাছে বেশ আপত্তিকর বলে মনে হয়েছে। তাই নাকি আইনি নোটিশ দিয়েছেন তিনি। এমনকি মানহানির মামলাও দায়ের করেছেন প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। জানা যায়, অভিনেতার আরও এক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতাও একই মর্মে নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে।

   
 ⁠

দিন কয়েক আগে বিতর্কের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেন রণজয়। লেখেন “বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য।যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত।আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত।যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাব্লিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ন সমবেদনা রইল”।

  
 ⁠

তাঁর সংযোজন, “শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাব্লিক ফোরামে ছোটো করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো। কারন আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারনা করে শুধু আমাকে ছোটো করছে না,অপমানিত করছে আমার পরিবারকে।”

রণজয় তখনই আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন । বলেছিলেন, “এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনী পথেই দেবো।এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে”। কিন্তু তার আগেই দুই প্রাক্তনের থেকে নিজেই আইনি নোটিশ পেলেন।