বিনোদন

সিকদার বাগানে ঢাকের তালে কোমর দুলিয়ে মাত করলেন সোহিনী! অভিনেত্রীর ভাসান ডান্স দেখে মুগ্ধ নেটদুনিয়া

দুর্গাপুজোর দশমী মানেই ভাসান। আর ভাসান মানেই ভাসান ডান্স। ভাষান ডান্স কিন্তু শুধু আমজনতার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তারকারাও পুজোর মণ্ডপে গিয়ে জমিয়ে ভাসান ডান্স করছেন। আর সেই ভিডিও নিজেরা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তা মুহূর্তেই ভাইরাল হচ্ছে। এবার ভাসান ডান্স করে মাত করতে দেখা গেল, পর্দার সত্যবতী অর্থাৎ সোহিনী সরকারকে।

সিকদার বাগানে দেবীকে বরণ করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই সিঁদুর খেলার পর মেতে উঠলেন ভাসান ডান্সে। ঢাকের তালে কোমর দুলিয়ে সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।স্লিভলেস ব্লাউজ, লাল শাড়ি, মাথার খোঁপায় জুঁই ফুলের মালা, গালে সিঁদুর, হাতে লাল-সাদা চুরি, কানে ঝুমকো,নাকে নোলক পরে সেজেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকের তাল এবং মন্ডপে বাজতে থাকা গানে কোমর দোলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে তালে তালে ঠুমকা। প্রিয় অভিনেত্রীর এই নাচ দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। সোহিনীকে এই পুজো মণ্ডপে জুন মালিয়ার সঙ্গে ধুনুচি নাচ করতেও দেখা গিয়েছিল।

বিজয় দশমীর দিন সোহিনী, জুন মালিয়া ছাড়াও শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়রাও উপস্থিত ছিলেন সিকদার বাগানের পুজোতে। শুধু নাচ নয় বরং সেখানে গিয়ে আবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে খাইকে পান বেনারস ওয়ালা গানের সাথে রিলস বানিয়েছেন তারা। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে সোহিনী লিখেছিলেন, “তুমি তাকালেই হয়ে যাই বোকা”। পাল্টা ওই পোস্টে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন স্বস্তিকাও।

Back to top button