অ্যাম্বাসেডরের সামনে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটিকে চেনা যাচ্ছে? ইনি কিন্তু জনপ্রিয় অভিনেতা

Published on:

অ্যাম্বাসেডরের সামনে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটিকে চেনা যাচ্ছে? ইনি কিন্তু জনপ্রিয় অভিনেতা

অ্যাম্বাসেডরের সামনে গেঞ্জি পরা যে ছেলেটিকে ছবিতে দেখছেন তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় মুখ। টলিউড ছাড়িয়ে এখন বলিউডে অভিনয় করছেন এই অভিনেতা। এমনকি শাহিদ কাপুরের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দেখুন তো চিনতে পারছেন কিনা?

ইনি হলেন সোহম মজুমদার। নিজের ছোটবেলার ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। ফিরে গেলেন তাঁর ছোটবেলার দিনগুলোয়।কবীর সিংহ’ ছবিতে শাহিদ কপূরের বন্ধুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের বেশ নজর কাড়ে। এছাড়াও ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমাতেও তার অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে।

   
 ⁠

ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “এই গাড়িটা চালানোর অনুমতি ছিল না আমার। সেই আক্ষেপ কখনও ভুলব না। আরও একটা কথা বার বার মনে পড়ে। আমার পাঁচ বছরের জন্মদিনের সুপারম্যান কস্টিউমের ছবিটা থাকত। তা হলে কী ভাল হত।”

  
 ⁠

শোনা যাচ্ছে, মুম্বইতে এখন কাজ করছেন তিনি। তব্বুর সঙ্গে একটি হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে।