দৈহিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনা! প্রসবের পর শারিরীক পরিবর্তন নিয়ে সোজা সাপটা সোনম কাপুর

Published on:

দৈহিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনা! প্রসবের পর শারিরীক পরিবর্তন নিয়ে সোজা সাপটা সোনম কাপুর

স্লিম এন্ড ট্রিম মেদহীন গড়ন নিয়ে বারবার নজর কেড়েছেন সোনাম কাপুর। তবে সম্প্রতি তার মা হওয়ার পর স্বাভাবিকভাবে শরীরের গঠনে কিছু পরিবর্তণ এসছে। কিন্তু এখন কোনভাবেই তা নিয়ে ভাবিত নন অভিনেত্রী। বরং সদ্যোজাত ছেলেকে নিয়েই এখন ব্যস্ত তিনি।

এক সাক্ষাৎকারে সোনাম কাপুর জানিয়েছিলেন, “প্রেগনেন্ট অবস্থাতেই তার দেহে বেশ কিছু পরিবর্তন এসেছে। সন্তানের জন্মের পরেও সেই পরিবর্তন একই রয়েছে”। তবে তা নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি। কোনভাবেই নিজের দৈহিক পরিবর্তন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না সোনাম কাপুর।

   
 ⁠

বরং অভিনেত্রী জানিয়েছেন, “আমি এখনো সন্তানকে স্তন্যপান করিয়েছি। এই সময় দেহের খাদ্য বিশ্রাম এবং শক্তির প্রয়োজন পড়ে। আমি কোনরকম ডায়েট করছি না। অন্তঃসত্ত্ব থাকাকালীন যে শরীর চর্চা করেছি এখনো সেই শরীর চর্চা করছি।”

  
 ⁠

প্রসঙ্গত পুত্র সন্তানের জন্ম দেন সোনাম কাপুর। দীর্ঘদিন থেকেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে থাকতেন। তবে সন্তান প্রসবের জন্য দেশে আসেন। এরপর এখন এখানেই রয়েছেন তিনি। উল্লেখ্য গর্ভাবস্থায় থাকাকালীন সোনাম কাপুর এবং আনন্দ তাদের নিজস্ব ব্র্যান্ডও চালু করেছেন।