সোনাক্ষীর বিয়ে নিয়ে কি খুশী নয় পরিবার? বারবার এমনটাই ইঙ্গিত মিলছে পরিবারের সদস্যদের কথায়। অভিনেত্রীর বাবার পর তার মামার মুখেও একই রকম আক্ষেপের সুর ধরা পরল। বাড়ির মেয়ের বিয়েতে তারা মঙ্গল কামনা জানালেও কোথাও গিয়ে যেন একটা তাল কাটছে।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
২৩ শে জুন ৭ বছরের পুরনো প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। ইতিমধ্যে আমন্ত্রণপত্র ছাপা হয়ে গিয়েছে। অতিথিদের নিমন্ত্রণ করাও হয়ে গিয়েছে। কিন্তু অভিনেত্রীর বাবা শত্রু গুলো সিনহা নাকি এই গোটা বিষয়টি জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকেই। আর তাতেই খানিকটা অভিমান প্রকাশ করেছিলেন তিনি।
এবার বাবার পর অভিনেত্রীর মামাও আক্ষেপ প্রকাশ করলেন। অভিনেত্রীর মামা পহলাজ নিহালানি বলেন, “আজকালের বাচ্চারা তাঁদের নিজের সিদ্ধান্ত নেন, তাতেই পরিবারের খুশি হওয়া উচিত। তবে বিয়ের গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর যেন দাম্পত্য জীবনে সুখী হন”৷ এরপরেই তার সংযোজন, “আমার আশীর্বাদ রয়েছে ওদের সঙ্গে। অবশেষে তারা বিয়ে করছেন। আমি তাঁর মঙ্গলকামনা করছি৷”
মেয়ের বিয়ের খবর শুনে শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, “আমি কারুর সঙ্গে কথা বলিনি মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে।আমাকে সে এখনও কিছু জানায়নি। মিডিয়াতে যেটুকু পড়েছি সেইটুকুই জানি। যখন সে আমাকে এবং আমার স্ত্রীকে সবটা জানাবে তখন আমি নিঃসন্দেহে দম্পতিকে আমার আর্শীবাদ করব। চাই মেয়ে সবসময় খুশি থাকুক”।
তবে খানিকটা অভিমান থেকেই তিনি বলেন, ” এইটুুকুই বলব, আজকালকার বাচ্চারা বাপ-মা’র অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করা, শুধু সিদ্ধান্ত জানিয়ে দেয়। আমরাও অপেক্ষা করছি, ওদের সিদ্ধান্তটা জানবার”।
শোনা যাচ্ছে, আগামী ২৩ জুন তাঁর দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারপরিজন ছাড়াও সোনাক্ষীর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় আছেন ‘হীরামান্ডি’-র সব কুশীলব। আমন্ত্রিতদের ফর্ম্যাল পোশাক পরতে অনুরোধ জানানো হয়েছে।