অপেক্ষা শুধু সেই সেদিনের…. ছেলে হওয়ার পর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সোনম কাপুরের

Avatar

Published on:

অপেক্ষা শুধু সেই সেদিনের.... ছেলে হওয়ার পর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সোনম কাপুরের

মা হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনম কাপুর। এবার বেশ কিছুদিন অবসর কাটিয়ে ফের কাজে ফিরতে চলেছেন তিনি । ছেলে হওয়ার পরে এটাই প্রথম কাজ হবে সোনমের। তাই দর্শকের পাশাপাশি সমান ভাবে উৎসাহিত অভিনেত্রীও।

তবে সিনেমা থেকে দূরে থাকলেও টুকটাক বিজ্ঞাপনের কাজ করছিলেন তিনি। তবে বড়পর্দায় ফিরছেন এতদিন পর। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ব্লাইন্ড ছবিটিতে। ছবিটি অনলাইনে মুক্তি পেয়েছিল।

   
 ⁠

জানা গিয়েছে, নতুন বছরের শুরুর দিকেই শুটিংয়ের কাজে হাত দেবেন তাঁরা। অভিনেত্রী নিজেই এই নতুন খবরে সিলমোহর দিয়ে বলেন, “মা হওয়ার পরে ক্যামেরার সামনে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। অভিনয়েই আমার সবচেয়ে প্রিয় কাজ আর একজন অভিনেতা হিসেবে বিভিন্ন মানুষের জীবনকে বেঁচে নেওয়ার যে পদ্ধতি তা আমি ভীষণ উপভোগ করি। আমি বিভিন্ন রকমের চরিত্রই ক্যামেরায় ফুটিয়ে তুলতে চাই। আমি আমার আগামী কাজটার জন্য ভীষণভাবে অপেক্ষা করছি”।

  
 ⁠

তাঁর কথায়, “আগামী বছরের শুরু থেকেই আমি আবার সেটে ফিরব। ছবির বিভিন্ন বিষয় এখনও স্থির হয়নি তাই আমি এর থেকে বেশি ছবি সম্পর্কে আর কোনও তথ্যই দিতে পারছি না। কেবল এটুকুই বলতে পারি, এটা একটা খুব বড় কাজ। আগামীদিনে সব ঠিকঠাক হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে এই কাজটি নিয়ে জানানো হবে। আশা করি সেই সময়ে আমি আরও কথা বলতে পারব”।