বয়স বাড়লেও এখনও চির যৌবন বজায় রয়েছে অনিল কাপুরের। দিনে দিনে যেন বয়স কমছে অভিনেতার। বলে বলে এখনও তরুণ অভিনেতাদের গোল দিতে পারেন তিনি। কিন্তু তাঁর এই সৌন্দর্যের, ফিট থাকার রহস্য কী? এবার সেই রহস্য ফাঁস করলেন তাঁর মেয়ে সোনম কাপুর।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকাই চিরযৌবন ধরে রাখার মূল মন্ত্র। এমনটাই জানাচ্ছেন সোনম। তাঁর কথায়, কোনওদিন কোনও খামতি রাখেন না তিনি। প্রতিদিন নিয়ম করে, ঘড়ি ঘরে যোগা থেকে আসন করে থাকেন তিনি।
সোনম বলেন, ডায়েটে কোনওদিন কোনও খামতি রাখেন না তিনি। অভিনেতার রোজের রুটিনে চিট ডায়েটের কোনও জায়গা নেই। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে ফিটনেসের রহস্যই হল ভিতর থেকে ভাল থাকা।বাইরের খাবার, তেল এসব থেকে নিজেকে সরিয়ে এনেছেন বহুদিন হল।
গত ১৫ বছর ধরে যেন তাঁর বয়স এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। বয়স হল ৬৬, কিন্তু তাঁকে দেখে এক কথায় চেনা দায়। তিনি যেন বয়স ধরে রাখার ম্যাজিক ম্যান।